MD AL MAMUN

Call

আসসালামু আলাইকুম আপনার বর্তমান রেজাল্ট হিসেবে  BCS দেয়ায় কোনো সমস্যা হবে না    (বি সি এস) দেয়ার প্রথম শর্ত হচ্ছে  মাধ্যমিক পরীক্ষা (এসএসসি) থেকে মাস্টার্স/অনার্স পর্যন্ত সবগুলাে পরীক্ষায় যেকোন দুটিতে দ্বিতীয় শ্রেণী বা সমমান এবং ০১ টি তৃতীয় শ্রেণী বা সমমান ' এর নিচে গ্রহণযোগ্য হবে না । আপনার প্রশ্নে দেখলাম আপনি ডিগ্রি করছেন তবে আপনার ক্ষেত্রে বা যারা ডিগ্রি করছেন তাদের ক্ষেত্রে স্নাতকোত্তর/মাস্টার্স করে (বি সি এস) এ অংশ গ্রহণ করতে হবে ।  (জি,পি,এ) থেকে (শ্রেণী) নির্বাচন ::-:: SSC এবং HSC এর ক্ষেত্রেঃ- GPA 3.00 বা তদুর্ধ্ব = প্রথম শ্রেণী  GPA 2.00 থেকে GPA 3.00 এর কম = দ্বিতীয় শ্রেণী GPA 1.00 থেকে GPA 2.00 এর কম = তৃতীয় শ্রেণী স্নাতকের ক্ষেত্রেঃ- GPA 3.00 বা তদুর্ধ্ব = প্রথম শ্রেণী ২ . GPA 2.00 থেকে GPA 3.00 এর কম = দ্বিতীয় শ্রেণী ১ . GPA 1.00 থেকে GPA 2.00 এর কম = তৃতীয় শ্রেণী

Talk Doctor Online in Bissoy App