শেয়ার করুন বন্ধুর সাথে

হ্যাঁ, আলোর ভরবেগ আছে। আলোর দ্বৈত্য ধর্ম দেখা যায়, অর্থাৎ আলো কখনো কণার মতো আবার কখনো তরঙ্গর মতো ব্যবহার করে। আলোর কণা কে ফোটন বলা হয়। যদিও এই ফোটনের স্থির ভর (rest mass) শূন্য,কিন্তু আলোর বেগে চলাচল করার জন্য ফোটনের আপেক্ষিক ভর (relativistic mass) শূন্য নয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ