Call

বাংলাদেশে সশস্ত্র বাহিনী ৩ টি বা তিন বাহিনীকে বুঝায়। ১. সেনা বাহিনী ২. নৌ বাহিনী এবং ৩. বিমান বাহিনী। সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ পদ্গুলো নিম্নরুপ।

সেনা বাহিনীর সর্বোচ্চ পদসমূহ বা পদক্রম।

কমিশন্ড অফিসারঃ


১. জেনারেল

২. লেফটেন্যান্ট জেনারেল

৩. মেজর জেনারেল

৪. ব্রিগেডিয়ার জেনারেল

৫. কর্নেল

৬. লেফটেন্যান্ট কর্নেল

৭. মেজর

৮. ক্যাপ্টেন

৯. লেফটেন্যান্ট

১০. সেকেন্ড লেফটেন্যান্ট

সেনা বাহিনীর জুনিয়র কমিশন্ড অফিসারঃ

১. মাস্টার ওয়ারেন্ট অফিসার

২. সিনিয়র ওয়ারেন্ট অফিসার

৩. ওয়ারেন্ট অফিসার

নৌ বাহিনীর সর্বোচ্চ পদসমূহ বা পদক্রমঃ

১. অ্যাডমিরাল

২. ভাইস অ্যাডমিরাল

৩. রিয়ার অ্যাডমিরাল

৪. কমোডোর

৫. ক্যাপ্টেন

৬. কমান্ডার

৭. লেফটেন্যান্ট কমান্ডার

৮. লেফটেন্যান্ট

৯. সাব লেফটেন্যান্ট

১০. এক্টিং সাব লেফটেন্যান্ট

নৌ বাহিনীর জুনিয়র কমিশন্ড অফিসারঃ

১. মাস্টার চিফ পেটি অফিসার

২. সিনিয়র চিফ পেটি অফিসার

৩. চিফ পেটি অফিসার

বিমান বাহিনীর সর্বোচ্চ পদসমূহ বা পদক্রমঃ

১. এয়ার চিফ মার্শাল

২. এয়ার মার্শাল

৩. এয়ার ভাইস মার্শাল

৪. এয়ার কমোডোর

৫. গ্রুপ ক্যাপ্টেন

৬. উইং কমান্ডার 

৭. স্কোয়াড্রন লিডার

৮. ফ্লাইট লেফটেন্যান্ট

৯. ফ্লাইং অফিসার

১০. পাইলট অফিসার

বিমান বাহিনীর জুনিয়র কমিশন্ড অফিসারঃ

১. মাস্টার ওয়ারেন্ট অফিসার

২. সিনিয়র ওয়ারেন্ট অফিসার

৩. ওয়ারেন্ট অফিসার

উল্লেখ্য তিন বাহিনীরই ১০ম পদটি বর্তমানে অকার্যকর। এবং পদাধিকার বলে সেনা বাহিনীর প্রধান যিনি তিনিই চিফ অব আর্মি স্টাফ। 

ধন্যবাদ

তথ্যসূত্রঃ ১. উইকিপিডিয়া। ২. জাতীয় তথ্য বাতায়ন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ