image

B/C দ্বারা কি বোঝাচ্ছে??ব্যাখ্যাসহ বলুন।


Share with your friends
Call

প্রথমত আপনার প্রশ্নের মাঝে একটি ভুল পরিদর্শিত হচ্ছে,তা হলো-এটি আসলে B/C না,এটি B\C,যার দ্বারা বোঝাচ্ছে যে-B সেট থেকে C সেট এর বিয়োগফল(একে B বাদ C রূপে পড়া হয়।

এখানে উত্তরটি হবে 'ঘ'-নং। 
Talk Doctor Online in Bissoy App
MAHFUJ MPBP

Call

উত্তর হবে ঘ অর্থাৎ {1} । B/C বলতে বুঝায় B বাদ C ; B এর উপাদান থেকে C এর উপাদান বিয়োগ করতে হবে।

Talk Doctor Online in Bissoy App

B\C দ্বারা বুঝানো হয়েছে B বাদ C।  অর্থাৎ B সেটের উপাদান থেকে C সেটের উপাদানগুলো বাদ।  অতএব B\C = { 1, 2, a } - { 2, a, b}  = { 1 } ans  [ এখানে কমন উপদান 2, a.  তাই B থেকে এ দুটি উপদান বাদ হয়েছে।   ] 

Talk Doctor Online in Bissoy App

উত্তর - {1,2,a}/{2,a,b} ={1,b} সুতরাং দেখা যাচ্ছে যে এখানে এমন কোনো অপশন নেই তাই বলা যায় আপনার MCQ তে ভুল আছে।এমনটি আমার সাথেও হয়েছিল।এখানে একটাও সঠিক নয়।

Talk Doctor Online in Bissoy App