Share with your friends
Sadiq islam

Call

ph হচ্ছে কোন দ্রবনে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋনাত্মক লগারিদম।যেকোনো দ্রবনে pH+pOH=pKw=14 হয়। কোন দ্রবনে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বেশি হলে তা এসিডিও বৈশিষ্ট প্রদান করে। তাই ph এর উপর ভিক্তি করে ph মিটার তৈরি করা হয়েছে যা দিয়া অম্লত্ব ও ক্ষারত্ব পরিমাপ করা যায়। ph এর নিরপেক্ষ মান হচ্ছে 7.0। এর চেয়ে কম হলে সেটি এসিড এবং বেশি হলে ক্ষার নির্দেশ করে

Talk Doctor Online in Bissoy App
pH মানে মোলার হাইড্রোজেন ঘনত্বের ঋনাত্বক লগারিদম।pH দ্বারা হিসাব‌ করা হয় কোনো দ্রবন বা যৌগ অম্লীয় না ক্ষারীয়।যদি Ph<10^-7 হয় তাহলে যৌগটি অম্লীয় আর pH>10^-7 হয় তাহলে যৌগটি ক্ষারীয়। লক্ষ্য করুন এখানে ১০ পাওয়ারের উপর -৭ লগারিদম নেওয়া হয়েছে।যখনি H+ আয়নের ঘনত্ব দেওয়া থাকবে তখন 2×10^-7 or 5×10^-7 আকারে দেওয়া থাকবে।আপনি ক্যালকুলেটরে করে দেখবেন log(2×10^-7) এর মান ঋনাত্বক আসবে।এভাবে ১ থেকে ১৪ পর্যন্ত প্রতিটি মানই ঋনাত্বক আসবে। কিন্তু pH এর মান সবসময় ধনাত্মক। সুতরাং, সূত্রটাতে log[H+] এর আগে একটি ঋনাত্বক চিহ্ন বসানো হয়েছে যাতে উত্তর সবসময় ধনাত্মক হয়।
Talk Doctor Online in Bissoy App