শেয়ার করুন বন্ধুর সাথে

ভারত নামটি এসেছে হিন্দু পূরানের কিংবদন্তি ভরতের নাম থেকে। মহাভারতে ভরতের রাজ্যকে বলা হয় ভারতবর্ষ। প্রচলিত বিশ্বাস অনুযায়ী,ভরত পুরো ভারতবর্ষ জয় করেছিলেন।ভগবত পুরানে ভারত নামটি জাত ভারত থেকে এসেছে বলে প্রচলিত।আবার অগ্নির আরেক নাম ভারত। ইন্ডিয়া ভারতের ইংরেজি নাম। প্রাচীন গ্রিকেরা ভারতীয়দের Indus নদীর অধিবাসী বলে ডাকতেন।Indus নদী বলতে সিন্ধু নদী বোঝানো হয়। প্রাচীন ভারতীয়রা সিন্ধু নদীর অববাহিকায় বসবাস করতো। সিন্ধু নদীর অববাহিকায় বসবাসকারীদের Indian বলা হত।Indian থেকে India শব্দটি এসেছে। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ