AalNoman

Call

বিভিন্ন দেশে বিভিন্ন যোগ্যতা লাগে, স্কলারশীপের ধরণ ভিন্ন, খরচও ভিন্ন হয়ে থাকে। আপনাকে জাপানে যাওয়ার জন্য একটা লিংক দিলাম। https://www.ekushey-tv.com/%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%89%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9A%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE-%E0%A6%A8%E0%A7%87%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%9F%E0%A7%8B%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%80%E0%A7%9F-%E0%A6%A4%E0%A6%A5%E0%A7%8D%E0%A6%AF/79009?fbclid=IwAR329Z9JFNFe_u1I73tEjUegu0ch7PVI84STOLUUFnodh18KtamOBTi57MU

Talk Doctor Online in Bissoy App
Call

HSC এর পরে বিদেশে পড়ার জন্য সর্বেপ্রথম HSC পাশ করতে হবে।বিজ্ঞান বিভাগের জন্য নূন্যতম যারা ৪.০০ পয়েন্ট যারা পেয়েছে তারা চাইলে যেতে পারবে।রেজাল্টের উপর ভিত্তি করে ফ্রি স্কলারশিপও পাওয়া যায়।সর্বোপ্রথম যে কোন এজেন্সিরর মাধ্যমে আবেদন করতে হবে।তাদেরকে প্রয়োজনীয় কাগজ-পত্র দিলে তারা আবেদন করে দেয়।আবেদন গ্রহণ হলে আপনাকে পরবর্তী কাজ যেমন বাদবাকি টাকা পরিশোধ,পাসপোর্ট তৈরী করতে হয়।বর্তমানে চীনের বিশ্ববিদ্যালয়গুলো নাকি ভালো।তারা ফুল ফ্রিও দেয়।তবে চীনে কাজ করার কোন সুযোগ নাই।তবে ফুল ফ্রি ছাত্রদেরকে মাসিক একটা ভাতা দেয়।শুধু খাওয়ার খরচ লাগে।আর অন্যান্য দেশে (মালয়েশিয়া, রাশিয়া ইত্যাদি) কাজের সুযোগ আছে কিন্তু কোন ফ্রি নাই।তাই দেখা যায় সেখানে কাজ কজ করে যে টাকা আয় হয়, সব টাকা পাড়ার পেছনেই লেগে যায়।তাই যদি পড়া-শোনা করার জন্যই  যেতে চান,তাহলে চীনে যাওয়াই ভালো।আর যদি  ফ্রি স্কলারশিপ হয় তবুও যেতে প্রায়  দেড় থেকে ২ লক্ষ বা আড়াই লক্ষ টাকা খরচ হবে।তবে ওখানে যাওয়ার পরে নানান রকম কাজের সুযোগ পাওয়া যায়, অনলাইন ভিত্তিক অনেক কাজ করা যায় কিন্তু কোন অফিস বা হোটেল ইত্যাদিতে কাজের কোন সুযোগ নাই।ওরা জানতে পারলে ১ সপ্তাহের মধ্যে দেশে পাঠিয়ে দেয়।আপনি যদি ২০১৯ সালের  HSC পাশ করে থাকেন তাহলে এখন থেকেই আবেদন শুরু হয়ে গিয়েছে।এজেন্সিতে।যোগাযোগ করুন, সব কিছু ওরাই করে দিবে। 

Talk Doctor Online in Bissoy App