শেয়ার করুন বন্ধুর সাথে
Call

মডুলেশন ও ডিমডুলেশন প্রয়োজনীয়তা ব্যাপক। মডুলেশন মুলত ২০ থেকে ২০ হাজার হার্জ কম্পাংকের বৈদ্যুতিক সিংনালকে আরও উচ্চ কম্পানকের বৈদ্যুতিক সিগনালের সাথে যুক্ত করার পদ্ধতি। আর এর ফলেই বাহক তরঙ্গ এর সাথে শব্দ মিলে পরিবাহিত হয় এবং তরঙ্গটি আমাদের শ্রব্যতার সীমার বাইরে থাকে। তরঙ্গ দৈর্ঘও বেরে জায় ফলে এর বেগেও হয় বেশি। তাই মডুলেশন এর গুরুত্ত ব্যাপক। আর বাহক তরঙ্গ থেকে আলাদা করে মুল তরঙ্গে পরিনত করার জন্য ডিমডুলেশন প্রয়োজন আর ডিমডুলেশন না থাকলে আমরা শব্দের সঠিক সম্প্রচার পেতাম না।তাই তরঙ্গ রিসিভ করতে এর প্রয়োজন রয়েছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ