Share with your friends
Unknown

Call

Terminal থেকে সফটওয়্যার ইনস্টল

উবুন্টু টারমিনাল থেকেও সফটওয়্যার ইনস্টল করা যায়। এজন্য Applications >> Accessories >> Terminal থেকে টারমিনাল ওপেন করতে হবে। এবার নিচের ফরম্যাট অনুযায়ী সফটওয়্যারের নাম লিখতে হবে।

sudo apt-get install SOFTWARE_NAME

এখানে software_name এর পরিবর্তে নির্দিষ্ট সফটওয়্যারটির নাম লিখতে হবে। যেমন পিজিন ইনস্টল করতে চাইলে লিখতে হবে;

sudo apt-get install pidgin

টারমিনাল থেকে কোন সফটওয়্যার ইনস্টল করার সময় পাসওয়ার্ড লিখতে হবে। তবে টারমিনালে পাসওয়ার্ড লেখার সময় সেটি দেখতে পাওয়া যাবে না। কেবল মাত্র সঠিক পাসওয়ার্ড লেখা হলেই পরবর্তী কাজটি সম্পাদিত হবে।

Talk Doctor Online in Bissoy App