শেয়ার করুন বন্ধুর সাথে

মাটির নিচে কি আছে, তা জানার জন্য "সিসমিক সার্ভে" ব্যবহার করা হয়। মাটিতে একটি ছোটোখাটো বিস্ফোরণ করা হয়। ফলে, তরঙ্গের সৃষ্টি হয়, যা মাটির অভ্যন্তরের বিভিন্ন স্তরে প্রতিফলিত হয়ে ফিরে আসে। এই প্রতিফলিত তরঙ্গ "জিওফোন" দ্বারা ডিটেক্ট করে, তারপর তা থেকে মাটির নিচের নিঁখুত ত্রিমাত্রিক ছবি বের করা হয়। আশা করি, বুঝতে পেরেছেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ