শেয়ার করুন বন্ধুর সাথে
Call

আধুনিক অর্থনীতিতে ঋণের গুরুত্ব অপরিসীম। বর্তমানকালে ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে উৎপাদনমূলক সব কর্মকান্ড ঋণের মাধ্যমে সম্পন্ন করা হয়। তাই আধুনিক অর্থনীতিতে ঋণ নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিচে ঋণের গুরুত্ব দেয়া হলো :১. বিনিময় ত্বরান্বিতকরণ২. উৎপাদন বৃদ্ধি৩. মূলধন বৃদ্ধি৪. ব্যবসা-বাণিজ্যের প্রসার৫. বৈদেশিক বাণিজ্যে সহায়তা৬. ভোগের বৃদ্ধি৭. দামস্তরের স্থিতিশীলতা৮. মূল্যবান ধাতুর পরিমাণ নিয়ন্ত্রণ৯. সঞ্চয়ে উৎসাহিত১০. কর্মসংস্থান১১. ধাতব মুদ্রা বা নোট প্রচলনের অসুবিধা দূর১২. সরকারের উপকার ইত্যাদি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ