Call

কোনো প্রশ্ন সম্পাদনা/বিভাগ পুনঃবিন্যাসন করতে না পারলে পুনঃতকমাযুক্ত-ও করা যাবে না। কেননা, পুনঃতকমাযুক্ত করা বলতে বোঝায়ঃ যেকোনো প্রশ্নের ট্যাগ সম্পর্কিত বিষয়াদি অ্যাড/রিমোভ করা। আর প্রশ্নের ট্যাগ অ্যাড/রিমোভ করতে হলে প্রশ্ন সম্পাদনার দিকটিও থাকতে হবে; নতুবা সম্ভব নয়।  

তাছাড়া, সাধারণ সদস্যদের প্রোফাইলে ‘যে কোন প্রশ্নকে পুনঃরায় বিভাগ বণ্টন করা’ ক্ষমতাটি লেখা থাকলেও এটি কেবলমাত্র বিশেষ সদস্যদের জন্যই বিদ্যমান। তাই কোনো প্রশ্নের বিভাগ পুনঃনির্ধারণ করতে হলে আপনাকে বিশেষ সদস্যদের কাতারে থাকতে হবে, নতুবা সম্ভব নয়।

যদি সাধারণ সদস্যদের কাছে বিভাগ পুনঃনির্ধারণের ক্ষমতাটি দেওয়া হত, তাহলে বিস্ময়ে বিশৃঙ্খলার সৃষ্টি হত। যেমন ধরুনঃ আপনি সাধারণ সদস্য হয়ে কোনো এক প্রশ্নের বিভাগ পুনঃনির্ধারণ করলেন। অতঃপর আরেকজন একই প্রশ্নের বিভাগটি আবার পুনঃনির্ধারণ করে দিল, তাহলে আপনার বিভাগ পুনঃনির্ধারণের সার্থকতা কোথায়?
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ