আমার Samsung Galaxy Note 3 অফ করে চালু করলেই automatic ভাবে Safe Mode এ চালু হয়ে যায় আবার যদি চার্জার পিন ঢুকিয়ে মোবাইল চার্জে দেওয়া অবস্থায় সেট অন করি তাহলেSafe mode চোলে যায়। কী কারণে এরকম হচ্ছে? এবং কিভাবে এর ভালো একটা সমাধান করা যাবে,যেন আর কোনো সময় safe mode automatic ভাবে চালু না হয়?? আশা করি ভালো একটা সমাধান বিস্ময় টিউনার রা বলে দিবেন।।
Share with your friends

Call

আপনার ফোনে মনে হয় যথেষ্ট পরিমানে চার্জ থাকে না,তাই এই সমস্যা হচ্ছে।আপনি ফোনটিকে ৪০% এর ওপরে চার্জে রাখবেন,তাহলে আর কখনোই safe mode চালু হবে না।আর আপনি power saving mode অপশনটি যদি চালু করে রাখেন,তাহলে এমনিতেই safe mode চালু হয়ে যাবে।আপনাকে power saving mode অপশনটি অফ করতে হবে,তাহলেই safe mode আর চালু হবে না।এছাড়া বিভিন্ন এন্টি ভাইরাস অ্যাপস ও ব্যাটারি সার্ভার অ্যাপস ফোনে ইনস্টল করে রাখলে safe mode অন হয়ে থাকে।সেগুলো আন ইন্সটল করলে সমাধান হয়ে যাবে।

Talk Doctor Online in Bissoy App
Call

Volume Down Key তে সমস্যা থাকতে পারে, ডাউন বাটনে সমস্যা থাকার কারনে Safe Mode আসে।

Talk Doctor Online in Bissoy App