Call

নিচে শিল্পের ম্যানুফ্যাকচারিং খাতের ব্যাখ্যা দেওয়া হলো—

     ক) বৃহৎ শিল্প : পাট শিল্প, বস্ত্র শিল্প, সার শিল্প, চিনি শিল্প, সিমেন্ট শিল্প, কাগজ শিল্প, লৌহ ও ইস্পাত শিল্প, জাহাজ নির্মাণ শিল্প প্রভৃতি।

     খ) মাঝারি শিল্প : দেশের প্রধান প্রধান মাঝারি শিল্প হলো তৈরি পোশাক শিল্প, প্লাস্টিক নাইলন শিল্প, প্রসাধনী শিল্প এবং অন্যান্য ভোগ্যপণ্য শিল্প।

     গ) ক্ষুদ্র শিল্প : সাবন শিল্প, দিয়াশলাই শিল্প, কাচ শিল্প, পাটজাত দ্রব্যের শিল্প, কাঠ শিল্প, যানবাহন সার্ভিসিং ও মেরামত শিল্প, ক্ষুদ্র যন্ত্রাংশ তৈরি শিল্প, প্রসাধনী শিল্প ইত্যাদি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ