ইমেইল খুলতে কি কি লাগবে বলেন 
শেয়ার করুন বন্ধুর সাথে
Shisir

Call

ই-মেইল খোলার জন্য একটা এন্ড্রয়েড ফোন, একটা সিম ও ইন্টারনেট কানেকশন লাগবে । আর ই-মেইল খুলতে প্রথমে গুগলে গিয়ে E-mail লিখে সার্চ দিন, তারপর প্রথম ফলাফলে গিয়ে create an account এ যান । তারপর মোবাইল নম্বর দিয়ে continue এ যান । এখন আপনার মোবাইল নম্বরে গুগল থেকে একটি এসএমএস আসবে এবং এসএমএস এ একটি লিংক থাকবে, ওই লিংকটিতে যান । আর তারপর যাবতীয় তথ্যগুলা পূরণ করে OK করে দিন । তাহলে আপনার ই-মেইল খোলা হয়ে যাবে ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ