আমি ২০১৬ তে এসএসসি(জেনারেল)  পাস করি। পাসের পর উচ্চ মাধ্যমিক এ এইসএসসি তে ভর্তিও হই কিন্তু পরিক্ষায় অংশগ্রহণ করিনি। এখন  ১৬ জুন ২০১৯ এ আমি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে  ভর্তি হই। উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এইচএসসি পাস করে কি আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স, HSC পাশের পরে কি করণীয়?
Share with your friends

বর্তমান ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী যারা ২০১৬/২০১৭ সালে SSC এবং ২০১৮/২০১৯ সালে HSC পাস করেছে কেবল তারা ২০১৯ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি হতে পারবে। অর্থাৎ SSC ও HSC পাসের সালের ব্যবধান ৩ বছরের বেশি হলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি হতে পারবেন না।  ঠিক একইভাবে যারা ২০১৮/২০১৯ সালে  SSC এবং ২০২০/২০২১ সালে HSC পাস করবে তারা ২০২১ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি হতে পারবে। ২০১৯ সালে HSC ভর্তি হয়েছেন তারমানে ২০২১ সালে HSC পাস করবেন। কিন্তু তখন SSC ও HSC পাসের সালের মধ্যে ব্যধান ৩ বছরের বেশি অর্থাৎ ৫ বছর ব্যবধান হয়ে যাবে। তাই ২০২১ সালে HSC পাস করে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি হতে পারবেন না। তবে ২০২১ সালে HSC পাস করে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি হতে পারবেন।

Talk Doctor Online in Bissoy App