আমার কথা গুলা কেমন জানি।নাকে দিয়ে বের হয়।আমার কথা আরবিতে গুন্নাহর উচ্চারন যেমন তেমন হয়।কথা গুলা গুলা বুজে না অপরিচিতরা।আর আমি অপরিচিতদের সাথে কথা বলতে গেলে কেমন জানি শরির, কন্ঠ কাপতে থাকে।আওয়াজ ও জোরে বের হয় না।আমি কথা বলতে সংকোচ বোধ করি।সবাই আমাকে জিজ্ঞাই আমার কথাগুলা এমন কেন।যেমন আমি ফুসফুস বললে বোজে হুশহুস।এখন কি করলে আমার কন্ঠটা বলিষ্ট,কথা স্পষ্ট ও জড়তা কাটাতে পারবো।প্লিজ যিনি উত্তর টা জানেন প্লিজ হেল্প করেন।আমি কার সাথে কথা বলতে লজ্জা করে এই কন্ঠের জন্য।  
শেয়ার করুন বন্ধুর সাথে