ভাল মান এবং সুবিধার দিক থেকে কোনটি কেনার উপযোগী? উত্তরকারীদের উত্তর দ্বিমত নয় সঠিক উত্তরটি আশা করছি
Share with your friends

Itel A46 ফোনটা ভাল হবে। ৳ 6,990.00 টাকা। পিছনে ৮+০.৮ মেগাপিক্সেল ও সামনে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। ৪ জি আছে। ৫.৫ ইন্চি ডিসপ্লে। ২ জিবি রেম, ১৬ জিবি রোম। ফিঙ্গারপ্রিন্ট, ফেস আনলক ও ওটিজি আছে। 2350 mAh ব্যাটারি।

Talk Doctor Online in Bissoy App

Symphony I97 ভালো হবে। Ram 2 GB, Rom 16 GB, Camera 13 + 8 MP, Facelock, Fingerprint, OTG, Battery: Good, Processor: Too Good. এটাই বেস্ট হবে।

Talk Doctor Online in Bissoy App

স্যামপনি কোমপানির ফোন সবদিক থেকে ভালো সার্ভিস দেয়।সেই ক্ষেত্রে বলা যায় symphony i97ফোন টি ভালো মান ও সুবিধার দিক থেকে ও আইটেল থেকে ভালো।

Talk Doctor Online in Bissoy App