বাংলা ১ম ও ২য় পত্র। এই দুই পত্রের রেজাল্ট কি আলাদা হয়, নাকি দুই পত্র মিলে একটা রেজাল্ট হয়?
Share with your friends

এইচএসসি পরীক্ষায় বাংলা ১ম ও ২য় পত্র মিলে একসাথে রেজাল্ট হয়। মনে করুন, বাংলা ১ম পত্রে ৬০ নম্বর এবং বাংলা ২য় পত্রে ৪০ নম্বর পেলেন। তাহলে মোট নম্বর হল ১০০ এখন ১০০ কে ২ দ্বারা ভাগ করলে গড় নম্বর হবে ৫০। ৫০ নম্বর মানে ৩.০০ পয়েন্ট বা  B গ্রেড। অর্থাৎ বাংলায় রেজাল্ট হবে ৩.০০ পয়েন্ট বা B গ্রেড।

Talk Doctor Online in Bissoy App
Call

দুই পত্রের রেজাল্ট একিই হয়। দুটি বিষয় মিলে যত নাম্বার পাবেন এটার গড় মিলিয়ে গ্রেট তৈরি করা হবে। তবে আবশ্যই বাংলা ১ পত্রে MCQ পরিক্ষায় আলাদা ভাবে পাশ করতে হবে। সৃজনশীলে আলাদা ভাবে পাশ করতে হবে। দুই পত্রে মিলে ৬৬ পাশ।

Talk Doctor Online in Bissoy App

বাংলা ১ম এবং ২য় পত্রের মার্কস আলাদা আলাদয় হয়, কিন্তু গ্রেডিং পয়েন্ট২টা মিলেই হয়।  ধরুন আপনি বাংলা ১ম পত্রে পাশ করেননি কিন্তু ২য় পত্রে ৮০৷ পেয়ছেন সেক্ষেত্রে আপনি পাশ করবেন।

Talk Doctor Online in Bissoy App