তার মোট সময় লাগবে ১১ মিনিট। ব্যাখাঃ- বানরটি প্রতি ২ মিনিটে = {৫+(-১)}= ৪ মিটার অতিক্রম করে।  অতএব, ১০ মিনিটে অতিক্রম করবে =২০ মিটার। তারপর ১১ তম মিনিটে ৫মি. অতিক্রম করে সরাসরি বাঁশের মাথায় উঠে যাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
১ম মিনিটে উঠে ৫ মিটার। এবং পরের মিনিটে নামে ১ মিটার। অথাৎ বানরটি ২ মিনিটে ৪ মিটার উপরে যেতে পারে। এভাবে বানরটি ১০ মিনিটে যাবে ২০ মিটার। এরপর ১১তম মিনিটে বানরটি (২০+৫)=২৫ মিটার উঠে যাবে (তাকে আর নামা লাগবে না)।
অথাৎ ২৫ মিটার উঁচু বাঁশের মাথায় উঠতে ১১ মিনিট সময় লাগবে।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ