ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করার জন্য প্রথমে আপনার ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজেশন করতে হবে। আর মনিটাইজেশন করার জন্য ইউটিউব এর শর্ত রয়েছে। সেগুলো হচ্ছে আপনি যেদিন মনিটাইজেশন এর জন্য আবেদন করবেন। সেই দিন থেকে পূর্ববর্তী এক বছরে,(আগের এক বছর) আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম থাকতে হবে। এরপর আপনি মনিটাইজেশন এর জন্য এপ্লাই করতে পারবেন। তারপর তারা আপনার চ্যানেল টি  রিভিউ করে দেখবে, আপনাকে মনিটাইজেশন দিবে কিনা। তারপর আপনার ইনকাম।  ইনকাম নির্ভর করবে আপনার চ্যানেলের ভিউয়ার এর উপর। আপনার ভিডিওতে যদি ভিউ সংখ্যা বেশি হয়, তাহলে আপনার ভিডিওর অ্যাডগুলোতে বেশি ক্লিক পড়বে,আর এড এ বেশি ক্লিক করলেই  আপনার ইনকাম বেশি হবে।  মনে রাখবেন ইউটিউব কিন্তু ভিউ এর উপরে টাকা দেয়না, টাকা দেয় এড এর উপরে।  

Talk Doctor Online in Bissoy App