Share with your friends

Call
Talk Doctor Online in Bissoy App
Call

আপনি রকমারি ডট কমে চাইতে পারেন ।নাম্বারটা হচ্ছে ১৬২৯৭।

Talk Doctor Online in Bissoy App

অনেকই মাইক্রোসফট অফিস এর নানান প্রোগ্রাম শিখার জন্য টিউটোরিয়াল খুজেন। অনলাইনে অনেক টিউটোরিয়াল পাওয়া যায়। কিন্তু অনেক খুজাখুজি করার পর আমি নিজেই আমার চাহিদা অনুযায়ী টিউটোরিয়াল পাচ্ছিলাম না। তবে সবশেষে এই টিউটোরিয়াল টি পেয়ে মনের আশা পূর্ণ হলাম। আশা করি আপনার ও ভালো লাগবে। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগল? 

ডাউনলোড করুন এখান থেকে "Microsoft Powerpoint Bangla PDF Tutorial

Talk Doctor Online in Bissoy App
Meaning

Call

আপনি যদি ১০০% শিখতে চান তাহলে শুধু বই থেকে না শিখে এই বিষয়ে অনলাইনে বিভিন্ন কোর্স করতে পারেন। তবে আমার দেখা এবং অভিজ্ঞতা থেকে বলছি, এই বিষয়ে আইমান সাদিক ভাইয়ার Microsoft PowerPoint কোর্স টা বেষ্ট।

আশা করি আপনার উপকার হবে।

কোর্স লিংক:Microsoft PowerPoint


Talk Doctor Online in Bissoy App