আমি computer science /CSE ্নিয়ে পড়াশোনা করতে চাই।


আমি এখন HSC তে optional subject কোনটা নিতে হবে। যারা এ সম্পর্কে ভালো জানেন  বইলেন.

শুনলাম  Highermath কে main subject  করতে  হবে ।

Share with your friends

Higher Math কে Main subject হিসেবে নিতেই হবে বিষয়টা তেমন না। অপশনাল বিষয় নেওয়ার ক্ষেত্রে আপনার ২টি অপশন আছে। একটি জীববিজ্ঞান আর অন্যটি উচ্চতর গণিত বা Higher Math. CSE পড়তে গেলে Mathmatical terms গুলো বেশি কাজে দেবে। আর অপশনাল নেয়া মানে সেই বিষয়টা শুধুমাত্র আপনার রেজাল্টের পারফরমেন্সকে বাড়াতে সাহায্য করবে। তাই আমার পরামর্শ হবে আপনি Higher Math কেই অপশনাল হিসেবে নিন। তবে জীববিজ্ঞানের চাইতে Higher Math এর পরিশ্রম দিতে হবে বেশি। তবে ভবিষ্যতে খুব কাজে লাগবে। বেশিরভাগ ছাত্রছাত্রীই এটাকে আবশ্যিক বিষয় হিসেবে নেয় না। কারন যদি ফেল করে বসে! তাই এখন আপনার ইচ্ছার উপর নির্ভর করছে আপনি কোনটা নিবেন অপশনাল হিসেবে। Higher Math অথবা Biology.

Talk Doctor Online in Bissoy App