আমি ২০১৫ সালে SSC পাশ করেছি। পয়েন্ট ছিল 4.17 । ইন্টারে এই নিয়ে তিনবার পদার্থবিজ্ঞানে ফেল করলাম। আমি মানসিকভাবে চরম বিপর্যস্ত হয়ে পড়েছি। কি করব বুঝতে পারছিনা। সুইসাইড এটেম্পট করতে গিয়েও পারিনি। এত ব্যর্থতার ভিতরে আমি কি আগামী পরীক্ষায় অংশগ্রহণ করতে চাইলে পারব? আমার রেজিস্ট্রেশনের মেয়াদ আছে কি?
Share with your friends

২০১৫ সালে এসএসসি পাস করেছেন এবং এরপর তিনবার এইচএসসি ফেল করেছেন। তারমানে অাপনি ২০১৭ সালে ১ম বার,২০১৮ সালে ২য় বার এবং ২০১৯ সালে ৩য় বার এইচএসসি পরীক্ষা দিয়েছেন। HSC রেজিস্ট্রেশনের মেয়াদ ৪ বছর। অর্থাৎ একবার রেজিস্ট্রেশন করে কোন ইয়ার গ্যাপ না দিলে একটানা চারবার এইসএসসি পরীক্ষা দেওয়া যায়। যেহেতু অাপনি কোন ইয়ার গ্যাপ দেননি,তাই অাপনার রেজিস্ট্রেশনের মেয়াদ ২০২০ সাল পর্যন্ত অাছে এবং অাপনি ২০২০ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

Talk Doctor Online in Bissoy App
Saiyankhan

Call

ভাই জীবনে অনেক কিছু করা আছে পড়াশুনায় যে জীবন  বদলে দেবে তা কিনতু না আপনি আল্লাহ উপর ভরসা রাখুন যা হবার হয়েগিয়াছে স্যারে সাথে যোগাযোগ করুন  আপনি পড়াশুনা চালিয়ে যান   

Talk Doctor Online in Bissoy App