দ্যুলোক শব্দের যথার্থ সন্ধি বিচ্ছেদ কোনটি? কোন সূত্রে বুঝিয়ে বলুন 
শেয়ার করুন বন্ধুর সাথে

দ্যুলোক= দিব্+লোক। 

অর্থাৎ দ্যুলোক শব্দের সন্ধি বিচ্ছেদ হল দিব্+লোক।

 কিছু কিছু সন্ধি অাছে যেগুলো কোন নিয়ম বা সূত্র অনুসারে হয় না। যেসব সন্ধি কোন নিয়ম বা সূত্র অনুসারে হয় না সেসব সন্ধিকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলা হয়। 
দ্যুলোক শব্দটির সন্ধি বিচ্ছেদ কোন নিয়ম বা সূত্র অনুসারে হয় না। তাই দ্যুলোক হল নিপাতনে সিদ্ধ সন্ধি
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ