১ তা বলতে ৪ পৃষ্ঠা বোঝায়। এরকম ২৪ তা=৯৬ পৃষ্ঠা ১২ দিস্তা কাগজে থাকবে=(১২*২৪)=২৮৮ তা কাগজ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

এক দিস্তা কাগজের 24 তা থাকে । তো 12 দিস্তায় কত তা থাকবে এটা বের করার জন্য 12 দিয়ে 24কে গুণ দিলেই হবে । 

অর্থাৎ, 12 দিস্তায় কাগজ রয়েছে (12*24)= ২৮৮ তা ।

না এই তা মানে পৃষ্ঠা বুঝাচ্ছো না । তা মানে হচ্ছে প্রতিটা কাগজের ফালি অর্থাৎ পিনাপ করার পূর্বে চার পৃষ্ঠা নিয়ে যে একটি ফালি থাকে সেটাই তা ।
আর পৃষ্ঠা হচ্ছে বই, খাতা, কাগজের একটি পিঠ । 
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ