দুই বার দিলাম ২ মাস এ। অটো আপডেট নেওয়ার পরে আসতেছে পুরো ফিচার্স আসে কিন্তু C ড্রাইভ এ old উইন্ডোস শো করতেছে
Share with your friends

আপনার প্রশ্নটি একেবারে ক্লিয়ার নয় তবুও যতটুকু বুঝেছি তার উত্তর দেবার চেষ্টা করলাম।     উইন্ডসরের অপারেটিংসিস্টেম (ওএস)  ইন্সটল দেবার পর কিছু ফিচার আপনি শো করছে না এমনটা হবার কিছু কারন আছে। আসলে আমরা যেসকল উইন্ডসরের ওএস আমাদের ডিভাইসগুলোতে ইন্সটল দিয়ে থাকে সেগুলো ক্র‍্যাক ভার্সন  হয়ে থাকে। আমরা অরিজিনাল ভার্সন/প্রোডাক্ট উইন্ডসরের কাছ থেকে কিনি না।   ক্র‍্যাক ভার্সনের ওএস গুলো কখনো কখনো এডিট করা হয়ে থাকে যার কারণে ইন্সটলের পর সব ফিচার শো করেনা আবার ঐ এডিটেড ওএস আপনার ল্যাপটপে ইন্সটলের জন্য আপনার প্রাইভেসির নিরাপত্তাও হুমকির সম্মুখে আসতে পারে।  আবার এমনটাও  হতে পারে যে আপনি উইন্ডসরের যে ওএস আপনার ল্যাপটপে ইন্সটল দিয়েছেন ঐ ওএস এ উক্ত ফিচার নেই। উদাহরণ হিসেবে বলি, আপনি যদি ল্যাপটপ বা পিসিতে উইন্ডোজ টেন হোম ইন্সটল দিয়ে থাকে তবে কিন্তু আপনি উইন্ডোজ টেন প্রোফেশনালের কিছু  ফিচার  পাবেন না।      

Talk Doctor Online in Bissoy App