খতিয়ানের উত্তর না মিললে অনিশ্চিত হিসাব দিয়ে খতিয়ান শেষ করতে হয়। যদি খতিয়ানে গরমিল হয় তবে আপনার যে এন্ট্রি গুলো সঠিক যায়গায় যাবে তার উপর ভিত্তি করে নাম্বার দিবে। এন্ট্রি যত বেশি সঠিক হবে তত বেশি নাম্বার পাওয়া যাবে। তবে ৪ এ ৪ পাবেন না। সর্বোচ্চ ৩ দিতে পারে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

দেখুন, সৃজনশীল পদ্ধতিতে কখনোই একটি মাত্র ভুলের জন্য সম্পুর্ণ মার্ক কাটা যায় না। এখানে প্রতিটি অংশের জন্য আলাদা মার্ক নির্ধারিত থাকে। আপনি প্রশ্নে যা তথ্য আছে তা উল্লেখের জন্য ১, সুত্র সঠিকভাবে লিখলে ১, ও হিসাব এবং ফলাফলের সঠিকভাবে লিখার জন্য বাকি মার্ক পাবেন। অতএব আপনি নিজেই দেখুন আপনি কয়টি অংশ সঠিকভাবে সম্পন্ন করেছেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ