Share with your friends
Call

দুটোই ভাল।আপনি যদি ইঞ্জিনিয়ার হয়ে ডিপ্লোমা করার পর চাকরি পেতে চান তাহলে ডিপ্লোমা করেন আর না হলে জেনারেলে পড়েন।   

Talk Doctor Online in Bissoy App

সেটা আপনার উপর ডিপেন্ড করবে। আপনার মেধা কত ভালো 

Talk Doctor Online in Bissoy App
suruj732

Call

ডিপ্লোমা একটি world’s recognized education level. A level or HSC করার পরে কারিগরি ব্যবস্থায় ১ বছর পড়ালেখা করলে Technician হওয়া যায়। তারপর ১ বছর পড়ালেখা করলে Diploma certificate পাওয়া যায়। তারপর আরো ১ বছর মোট ৩ বছর পড়ালেখা করলে Heigher Diploma certificate পাওয়া যায়। তারপর ১ বছর পরে BSc এবং তার ১ বছর পরে MSc. আমাদের দেশের HSC (12 Y) বিদেশের A level (11 Y) BSc Engineer হতে হলে A level এর পরে ৪ বছর পড়ালেখা করতে হয় সেই হিসাবে International standard এর Diploma certificate চাইলে HSC এর পরে ২ বছর পড়ালেখা করতে হবে। তাই Diploma ৩ বছর থেকে ৪ বছর করা হয়েছে। আর ডিগ্রী ৩ বছর। তাই Diploma Degree equivalent হয় না । আর একটা কথা কারিগরি ব্যবস্থার সাধারণ শিখ্যার সাথে মিলানো যাবেনা , যেমন Medical এ ৫ বছর পড়ালেখা করে তা ডিগ্রী সমতুল্য ঢাকা পিজি তে পড়ে Postgraduate হতে হয়। কিন্তু General education system এ ৫ বিছরেই Postgraduate degree পাওয়া যায়। Diploma একটি কারিগরি Education Level general education এর সাথে এর কোন সমর্পক নেই । অধিকাংশ প্রতিষ্ঠানে General degree pass করা লোকজন Diploma Engineer er under এ কাজ করে। বিদেশের মত বাংলাদেশেও Diploma এর পরে ২ বছর পড়ালেখা করলে BSc certificate দেয়া উচিৎ কিন্তু সমস্যা হল শিখ্যার মিডিয়াম Diploma হল বাংলা আর BSc হল English . আর Diploma student দের English এর যে ভয়াবহ অবস্থা Class a Topic ta english এ বললে সবাই হা করে তাকিয়ে থাকে তখন নিজেরঈ সন্দেহ হয় ইংলিশ লেখেছি নাকি চাইনিজ। তবে এর জন্য তারা দায়ী নয়। দায়ী কারিগরি শিখ্যা ব্যবস্থা । এখন যারা পলিটেকনিক এ পড়ে তাদের জিপিএ ৪. ৫ এর উপরে এবং কিছু ছাড়া সবাই ভাল ছাত্র । ২ সেমিস্টার ইঞ্জিনিয়ারিং টার্ম বাংলায় পড়ালেখা করে ইংলিশ নামে যে একটা ভাষা আছে তা ভুলতে বসে । কিন্তু চাকুরী জীবন ইঞ্জিনিয়ার দের ইংলিশ ছাড়া মূল্যহীন । তাই Diploma Engineer দের আজ এই অবস্থা। Diploma engineering যখন ইংলিশ মিডিয়াম ছিল তখন কি তারা কিছু জানতেন না ? অনেক ভাল জানতেন এমন কি এখন কার BSc থেকেও।

Talk Doctor Online in Bissoy App

Call

আমার মতে ডিপ্লোমা করলে ভালো হয়। এক্ষেত্রে আপনি যদি প্রাকটিক্যালি ভালো কিছু পারেন তাহলে জব পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর উচ্চশিক্ষার জন্য আপনি জবের পাশাপাশি বিএসসি করতে পারবেন। ধন্যবাদ

Talk Doctor Online in Bissoy App