উদ্দীপকঃ 'আমি কবি __বনের পাখির মতো স্বভাব আমার গান করা  । কারো ভাল লাগিলেও গাই না লাগিলেও গাহিয়া যাই।' কাজী নজরুলের  এই উক্তিটি প্রমান করে যে,  শিল্পীরা আনন্দের জন্যই শিল্প   কাব্য সৃষ্টি করে।  ১।উদ্দীপকের সাথে সাদৃশ্য  রয়েছে নিচের কোন চরণে? ?? ক।   বুলবুলির বোল সাধি খ।আমরা চাই মুগ্ধ চোখ গ।একলা গাই,একলা ধাই ঘ।পুলক মোর সকল গায়    ২।উদ্দীপকের কবি আর 'ঝর্নার  গান' কবিতার ঝর্নার লক্ষ___ ১।সৌন্দর্য বিলিয়ে দেওয়া ২।আপন গতিতে চলা ৩।সবার মন জয় করা ক।১,২     খ।২,৩      গ।১,৩      ঘ।১,২,ও৩  
Share with your friends
MAHFUJ MPBP

Call

উত্তর হবে ১ নং এর খ এবং ২ নং এর ঘ।।

Talk Doctor Online in Bissoy App