Call
খোদার আসন আরশ ছেদিয়া বাক্যটি অবশ্যই ইসলামী বিশ্বাস কে অবমুল্যায়ন করে।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

এটা নজরুলের বিদ্রোহী কবিতার একটি লাইন। " ভুলোক দুলোক গুলোক ভেদিয়া, খোদার আশন আরশ ছেদিয়া উঠিয়াছি চির বিস্ময়" এটা বিদ্রোহী কবিতাটির ৭-৮ তম লাইন।অনেকেই এটা পড়ে প্রাথমিক ভাবে বিদ্রোহীকে নাস্তিক পন্থী কবিতা জ্ঞান করে বসে।অথচ তারা এর সঠিক মানে টা জানে না। এই লাইনটার অর্থ বুঝতে চাইলে আমাদের এর পুর্ববর্তী কিছু লাইনের অর্থ নিয়ে আলোচনা করতে হবে।


কবিটার প্রথমে কবি বীর দের মাথা উচু করে কথা বলতে বলেছেন, তার কিছু লাইন পর বলেছেন " বল মহা বিশ্বের মহাকাশ ফাড়ি চন্দ্র সূর্য গ্রহতারা ছাড়ি।ভুলোক দ্যুলোক গুলোক ভেদিয়া, খোদার আশন আরশ ছেদিয়া উঠিয়াছি চির বিস্ময়"। লাইন গুলোর পুরো মানে টা হলো, কবি বীরদের এমন  নিষ্পাপ হতে বলেছেন যেন তারা ভুলোক অর্থাৎ পৃথিবী দ্যুলোক অর্থাৎ দেবলোক ছাড়িয়া আল্লাহ তায়ালার সাথে পৃথিবীতে  থেকেই আত্মীক সম্পর্ক গড়ে তুলতে পারেন। অর্থাৎ বীর মানুষেরা নিজ গ্রহে থেকেই  পরম ইবাদতের মাধ্যমে আল্লাহর আরশ ছেদ করে আল্লাহর সাথে আত্মিক সম্পর্ক করতে পারেন অথবা আল্লাহর সন্নিধ্য পেতে পারেন। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ