আপনি জানতে চেয়েছেন মোবাইল ফোনে যেরুপ মেমোরী কার্ড থাকে মানব দেহেও থাকে কিনা? আমাদের মধ্যে যদি মেমোরী যদি না থাকে তবে আমাদের সব কিছু মনে থাকে কি করে?আপনাকে যদি জিজ্ঞেস করা হয় বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয় কত সালে।আপনি এক মিনিটও দেরি না করে বলবেন ১৯৭১ সালে।যেহেতু আপনার মনে আছে ১৯৭১ সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধ সংঘটিত হয় সেহেতু আপনার তথা মানব দেহেও মেমোরী আছে।তবে সেটি কার্ড আকারে নয়।আমাদের মাথায় মস্তিস্ক সেটিকেই বলা হয় হিউমেন মেমোরী।আশা করি বুঝতে পেরেছেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

হাঁ, মানুষেরও মেমোরি আছে এবং সেটা মানুষের মস্তিষ্ক। যাকে নিউরোসায়েন্টিস্টদের ভাষায়এপিডোসিক মেমোরি” বলে। তাইতো মহান আল্লাহ তাআলা ঘোষণা করেছেন- মানুষ জাতিকে উত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। -সূরা তিন, ৪

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ