আমার বড় ভাইয়ের সকল বোর্ড পরীক্ষার( জে এস সি, এস এস সি)  এডমিট কার্ড ও সাটিফিকেটে জন্ম তারিখ আর বাবা মায়ের নাম ভুল আসছে এখন সেই অনুযায়ী আমার আর আমার বড় ভাইয়ের বয়সের তফাদ হচ্ছে ৮ মাস সেইটা এতদিন খেয়াল করেও সবাই বলসে এস এস সি শেষ করার পরে করতে। আর আমার ভাই জে এস সি দিয়েছে সাধারণভাবে আর এস এস সি দিয়েছে ভোকেশনাল লাইন থেকে ।২০১৯ এ এস এস সি পরীক্ষা দিয়েছে এখন কি এইটা কোনভাবে ঠিক করা যাবে? বোর্ড এ কি কোন নিয়ম আছে ঠিক করার??
শেয়ার করুন বন্ধুর সাথে
KMIslan

Call

আপনি চাইলেই পারবেন না।  আপনার জন্ম সনদ আর সার্টিফিকেট এক থাকলে পারবেন না এলোমেলোেথাকলে যে কোন একটি  পরিবর্তন করতে পারবেন 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ