শেয়ার করুন বন্ধুর সাথে

প্লেটো তার The Republic গ্রন্থে খুব সুন্দর ও সাবলীলভাবে দার্শনিক রাজা সম্পর্কে তুলে ধরেছেন।তার মতে,দার্শনিক রাজা জগৎ জীবন সম্পর্কে যথাযথ জ্ঞান আহরণে সদা আগ্রহী থাকবেন,সত্যের সাধনায় সদা নিয়োজিত থাকবেন।আর তার অন্তরে থাকবে স্বর্গীয় দীপ্তি।বাহ্যিক কিংবা পার্থিব কোনো ধরণের লোভ-লালসা তাকে স্পর্শ করতে পারবে না।মূলত দার্শনিক রাজা হবেন জ্ঞানের সাধক,সত্যের দিশারী ও ন্যায়ের অবতার।তার এসব কথাতেই দার্শনিক রাজার গুণাবলি স্পষ্ট হয়।এর বাইরেও আরো কিছু গুণাবলি আছে।যেমন,তীক্ষ্ণ ধীশক্তির অধিকারী,যুক্তিবাদী,সংগীতের প্রতি আসক্ত,সংস্কারমুক্ত,সত্য ও সুন্দরের পূজারী,উদার ও ন্যায়পরায়ণ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ