Share with your friends
Call

আয়নিক বন্ধন বিদ্যমান। ক্যালসিয়াম অতি মাত্রায় ইলেক্ট্রোপজিটিভি বৈশিষ্ট প্রদান করে হাইড্রোজেনকে ইলেক্ট্রোনেগেটিভিটি তথা ইলেক্ট্রন গ্রহন করতে বাধ্য করে আয়নিক যৌগ গঠন করে। এখানে ক্যালসিয়াম ক্যাটায়ন ও হাইড্রোজেন আনায়ন। 

Talk Doctor Online in Bissoy App
Call

CaH2 এ আয়নিক বন্ধন বিদ্যমান।কারণ Ca এর শেষ কক্ষপথে ২ টি ইলেকট্রন ত্যাগ করে এটি স্থিতিশীল হতে চায় আর ১ টি H ১টি ইলেকট্রন গ্রহণ করে স্থিতিশীল হতে চায়।সুতরাং ২টি H ২টি ইলেকট্রন Ca হতে গ্রহণ করবে।আর Ca ২টি ইলেকট্রন ত্যাগ করে Ar এর ইলেকট্রন বিন্যাস অর্জন করবে।আর আয়নিক বন্ধনেই কেবল ইলেকট্রনের আদান-প্রদান হয়।এক্ষেত্রে ইলেকট্রন শেয়ার না হওয়ার কারণ হল ইলেকট্রন শেয়ার করলে H স্থিতিশীল হতে পারলেও Ca অষ্টক পূর্ণ করে স্থিতিশীল হতে পারেনা।তাই CaH2 হল আয়নিক বন্ধনের মাধ্যমে গঠিত যৌগ।উত্তরে কোন ভুল হলে ক্ষমা করবেন।ধন্যবাদ।

Talk Doctor Online in Bissoy App