Share with your friends
Call

হুম পারবেন তবে অবশ্যই আপনাকে পিসি দিয়ে করতে হবে।এছাড়া কিংরুট বা রুট করার যত সফটওয়্যার থাকুক না কেনো ওগুলো দিয়ে আপনি যতই ট্রাই করবেন সাকসেস হতে পারবেন না। কারণ আপনার ফোনের ভার্সন ৬.০,৬.০ ফোনের ভার্সন রুট করতে আপনাকে অবশ্যই পিসি দিয়ে করতে হবে।অন্যথায় কখনো ই সম্ভব না। আরেকটা কথা আপনি রুট করার আগে অবশ্যই রুট সম্পর্কে বিস্তারিত জেনে তারপর ফোনটি রুট করবেন না জেনে রুট করলে এর জন্য আপনাকে অনেক ভোগান্তি দেওয়া লাগবে।

Talk Doctor Online in Bissoy App
NirobAhmad

Call

প্রথমে sp flash tools  ও TWRP ডাউনলোড করে নিন।

এরপর sp flash tools ওপেন করে TWRP করে এর লোকেশন দেখিয়ে দিন।এবার ডাউনলোড এ ক্লিক করুন আর কিছু সময় অপেক্ষা করুন।

ফ্লাস হয়ে গেলে এবার রিকোভারী মুডে গিয়ে super su 

ইন্সটল করুন।ব্যস হয়ে গেলো রুট।


বিঃদ্রঃ সকল কিছু নিজ দ্বায়িত্বে করবেন।আপনার ফোনের কোন ক্ষতি হলে এর জন্য আমি বা বিস্ময় দায়ী থাকবো না।

Talk Doctor Online in Bissoy App