এসএসসিতে আইসিটি বিষয়ে ৫০ নম্বরের মধ্যে ৪০ পেলে A+ । ৫০ এ ৩৮ পেলে অাইসিটিতে A+ অাসবে না। যেহেতু গোল্ডেন A+ পেতে হলে সব বিষয়ে A+ পেতে হবে,তাই আইসিটিতে A+ না পেলে গোল্ডেন A+ অাসবে না। আইসিটিতে মোট কতটি নৈর্ব্যক্তিক উত্তর সঠিক হয়েছে তা উল্লেখ করলে ভালো হতো। ব্যবহারিকের নম্বর স্কুলের স্যারেরা দেয়। দুই একটি ব্যতিক্রম ছাড়া সবাইকে ব্যবহারিকে ২৫ এ ২৫ দেওয়া হয়। নৈর্ব্যক্তিকে যদি কমপক্ষে ১৫ টা সঠিক হয় তাহলে ব্যবহারিকের ২৫ নম্বরসহ ৪০ হয়ে গেলে অাইসিটিতে A+ আসবে। যদি ব্যবহারিকের নম্বরসহ মোট ৩৮ নম্বর হয়,তাহলে তো কিছু করার নেই। বোর্ড কর্তৃপক্ষ চাইলে ২ নম্বর বাড়িয়ে দিয়ে A+ করে দিতে পারে অাবার নাও পারে। একটি বিষয়ে A+ মিস হয়ে গেলেও আপনার জিপিএ-৫.০০ থাকবে। সুতরাং এত হতাশ হবার কিছু নেই। ভালো কলেজে ভর্তি হবার সময় মোট নম্বর দেখা হবে। গোল্ডেন প্লাস/নরমাল প্লাস সেটা বিবেচ্য বিষয় নয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ