এখন দিয়ে দিয়েছে। তবে ভাই সেগুলো না দেখাই ভাল।কারন, তারা নিজেরা একেকজন জন একেক প্রকার উত্তর জানাবে। হয়তো আপনি হতাশায় ভুগবেন। মজার বিষয় হলো বোর্ডের Answer sheet এ অনেকগুলো বিকল্প উত্তর থাকে। তাছাড়া অনেক আইটেম এমন থাকে যে আপনার উত্তর grammartically correct হলেই নম্বর দিবে।তাই ইউটিউবে সার্চ না দিয়ে, পরবর্তী পরীক্ষার ব্যাপারে প্রস্তুতি নিতে থাকুন। আপনার পরীক্ষা ভাল হোক এ প্রত্যাশা রাখি।

Talk Doctor Online in Bissoy App