বাতাসে পানি জলীয় বাষ্প আছে তা পরীক্ষার সাহায্যে দেখাতে হবে।

মূলনীতি : জলীয় বাষ্প হল পানির বায়বীয় অবস্থা। জলীয় বাষ্প ঠাণ্ডা পেলে জমে পানি অর্থাৎ তরল পদার্থে পরিণত হয়।

উপকরণ : * একটি গ্লাস

* কয়েক টুকরা বরফ

* একটি সুতির কাপড়

চিত্র : বাতাসে পানি (জলীয় বাষ্প) আছে তার পরীক্ষা

কার্যধারা : প্রথমে একটি গ্লাসে কয়েক টুকরা বরফ রাখা হল।

পর্যবেক্ষণ : * ১৫-২০ মিনিট লক্ষ করলে দেখা যাবে, গ্লাসের গায়ে বিন্দু বিন্দু পানি জমেছে। বাতাসের জলীয় বাষ্প গ্লাসের গায়ে লেগে ঠাণ্ডা হয়। বাষ্প ঠাণ্ডা পেলে পানিকণায় পরিণত হয়।

* সুতির কাপড় দিয়ে গ্লাসটির চারদিক মুছে দেয়া হল। লক্ষ করলে দেখা যাবে, গ্লাসটির বাইরে আবারও একই কারণে পানি জমা হয়েছে।

ফলাফল : ওপরের পরীক্ষা থেকে এটাই প্রমাণিত হয়েছে যে, বাতাসে পানি (জলীয় বাষ্প) আছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ