শেয়ার করুন বন্ধুর সাথে

জীব বলতে উদ্ভিদ ও প্রাণীকে বোঝায়। প্রত্যেক জীবের বেঁচে থাকার জন্য পানি প্রয়োজন।

উদ্ভিদ

* উদ্ভিদের বেঁচে থাকার জন্য পানি প্রয়োজন।

* উদ্ভিদের দেহের প্রায় ৯০ ভাগই পানি।

* উদ্ভিদ খাদ্য তৈরিতে পানি ব্যবহার করে।

* মাটি থেকে পুষ্টি উপাদান সংগ্রহ করতে পানি প্রয়োজন।

* সংগৃহীত পুষ্টি উপাদান ও তৈরিকৃত খাদ্য উদ্ভিদের বিভিন্ন অংশে পরিবহন করতে উদ্ভিদের পানি প্রয়োজন।

* পানি ছাড়া উদ্ভিদ মাটি থেকে খনিজ উপাদান শোষণ করতে পারে না।

* প্রচণ্ড গরমে পানি উদ্ভিদের দেহ শীতল করতে সাহায্য করে।

প্রাণী

* বেঁচে থাকার জন্য প্রাণীদেরও পানি প্রয়োজন।

* মানবদেহের গঠন উপাদানের মধ্যে ৬০-৭০ ভাগ পানি।

* অধিকাংশ পানি পান না করে অল্প কিছু দিন বাঁচতে পারে মাত্র।

* দেহের বিভিন্ন অংশে পুষ্টি উপাদান পরিবহনে সাহায্য করে।

* খাদ্য হজমে বা পরিপাকে পানি প্রয়োজন।

* দেহে পুষ্টি উপাদান শোষণে পানি প্রয়োজন।

* প্রাণী দেহের স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখতে পানি প্রয়োজন।

* প্রাণীরা তৃষ্ণা নিবারণে পানি ব্যবহার করে।

মোট কথা, জীবের বেঁচে থাকাসহ নানা জৈবিক কাজে পানির কোনো বিকল্প নেই। তাই পানির অপর নাম জীবন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ