Ssc & hsc সায়েন্স থেকে। এখন BBA করতে চাইছি। ছোট একটা চাকরির পাশাপাশি কোনটা নিয়ে BBA করলে চাকরি ও পরবর্তী লেখাপড়াটা চালিয়ে যাওয়ার ক্ষেত্রেও সহজ হয়???


Share with your friends
Milton12345

Call

যদি আপনি চাকরি করতে চান পড়ালেখার পাশাপাশি তাহলে যে কোন  ন্যাশনাল কলেজে BBS করেন... সেখানে ক্লাসের চাপ থাকবে না... সো আপনি চাকরি করে পরতে পারবেন। 

Talk Doctor Online in Bissoy App

যেহেতু আপনার SSC এবং HSC সাইন্স,তাই ম্যানেজমেন্ট সাবজেক্ট নিয়ে BBA করলে আপনার জন্য সহজ হবে। BBA এর অ্যাকাউন্টিং,ফিন্যান্স এবং মার্কেটিং সাবজেক্টের তুলনায় ম্যানেজমেন্ট অনেক সহজ। তাছাড়া ম্যানেজমেন্টে অ্যাকাউন্টিং ও ফিন্যান্সের চেয়ে অংক অনেক কম থাকে। তাই চাকুরির পাশাপাশি ম্যানেজমেন্ট নিয়ে BBA করলে আপনার জন্য অনেক সহজ হবে।

Talk Doctor Online in Bissoy App