Share with your friends
NirobAhmad

Call

রুট করলে কোন সমস্যা হবেনা যদিনা আপনি এর মিস ইউজ করেন। তাই রুট করলে প্রথমে কাস্টম রিকোভারী ফ্লাস দিবেন। এরপর স্টকরমের ব্যাকআপ মেমরীকার্ডে সেভ করে রাখবেন। এরপর যা ইচ্ছা আর যেভাবে ইচ্ছা ইউজ করুন। কখনো কোনন প্রব্লেম ফেস করলে কাস্টম রিকোভারী মুডে দিয়ে data আর system ওয়াইপ করে মেমরীকার্ডে সেভ করে রাখা স্টক রিকোভারী রিস্টোর করে দিন। ব্যস খেল খতম। আর হ্যা,অনেকে আপনাকে ভয় দেখাবে যে রুট করলে ওয়ার‍্যান্টি বাদ হয়ে যাবে!!! আরে ভাই,কাস্টমার সার্ভিস সেন্টারে তো আপনার ফোন রুট করা না কি তা তো চেকই করবেনা।বরং যেটা প্রব্লেম সেটাই শুধু দেখবে। তাই ওয়ার‍্যান্টি নিয়ে কোন ভয় নেই।

Talk Doctor Online in Bissoy App