AalNoman

Call

এই সময়টা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সময়! বেশি অনলাইনে না থেকে অফ লাইনে পড়াশোনা করুন। যেহেতু আপনি মানবিকে সেহেতু আপনি ইংরেজীতে  প্রচুর সময় দিতে পারবেন। এখনই ইংরেজীর বেজটা ভালো করে নিন। বাংলার ক্ষেত্রেও তাই!  খ ইউনিটে  বাংলা- ৩০ মার্কস ইংরেজী- ৩০ মার্কস সাধারণ জ্ঞান- ৬০ মার্কসে এইএচএসসির বাংলা বই থেকে ১০-১২ টা প্রশ্ন থাকবে। বইয়ের সিলেবাসের প্রত্যেকটা অধ্যায় ভালোভাবে আয়ত্তে আনেন। কোন লাইন কোন গল্প বা কবিতার তা মনে রাখেন! কিছু গুরুত্বপূর্ন শব্দ কবিতায় কতবার ব্যবহার হয়েছে! শব্দার্থ,  লেখক পরিচিতি, কবিতার লাইন সংখ্যা ভালোভাবে দেখুন। ব্যাকরণ এর জন্য নবম-দশম শ্রেনীর বই ঠোঠস্থ করে ফেলুন। এছাড়াও এক কথায় প্রকাশ, বাগধারা, সমার্থক শব্দ , বিপরীত শব্দ, সমাস, কারক ভালোভাবে দেখুন। ইংরেজির ভোকাবুলারি আয়ত্ত্বে আনুন, আপনার এইচএসসির জন্য প্রয়োজনীয় ইংরেজী গ্রামার ভালোভাবে দেখুন। পাশাপাশি বেসিক রুলস গুলোও দেখবেন। এর জন্য পারলে ২-৩টা বইয়ে চোখ বুলাতে পারেন  যা আপনার এইএচসি ও ভর্তি পরীক্ষা উভয় ক্ষেত্রে লাগবে। ১. ব্যারনস & ক্লিফস টোফেলস, ২. ইংলিশ ফর কমপ্টেটিভ এক্সাম, ৫. জয় কলি।       সাধারণ জ্ঞানের জন্য সাম্প্রতিক এখন পড়ার দরকার নেই। পত্রিকা পড়ার অভ্যাস থাকলে একবার চোখ বুলান! ইতিহাস, ভূগোল, পৌরনীতির মূল বিষয় গুলো দেখুন যা আপনার পাঠ্য বইয়ে আছে। তবে নবম-দশম শ্রেনীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটি পড়তে পারেন। ধন্যবাদ...      

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ