image


  • 2001 সালে বা এর আগে যাদের জন্ম তাদের জাতিয় পরিচয় পত্রের হালনাগাত শুরু হবে কবে ? (Maybe Next time (2019সালে)  যখন করবে তখন) কিন্তু নিদ্রিষ্ট কোন তারিখ বা কোন মাসে ??
  • এবং NiD কার্ড হাতে পাবে কখন , মানে কতদিন পর ?

Share with your friends

২০১৯ সালের জাতীয় পরিচয়পত্র/ভোটার তালিকা হালনাগাদের নির্দিষ্ট দিন তারিখ এখনো ঘোষণা করা হয়নি। জাতীয় পরিচয়পত্র হালনাগাদ শুরু হলে নির্বাচন কমিশন রেডিও,টেলিভিশন,পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিবে। তাছাড়া জাতীয় পরিচয়পত্র হালনাগাদ শুরু হলে হালনাগাদ কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করবে। সাধারণত বছরের মাঝামাঝি সময়ে বিশেষ করে জুন-জুলাই মাসে জাতীয় পরিচয়পত্র হালনাগাদ করা হয়। ঠিক কতদিন পর জাতীয় পরিচয়পত্র হাতে পাবেন তার কোন নির্দিষ্ট সময়সীমা নাই। আমি ২০১৪ সালে ভোটার হয়ে এখনো জাতীয় পরিচয়পত্র হাতে পাইনি। তবে অাপনি সিটি কর্পোরেশন বা পৌরসভার বাসিন্দা হয়ে থাকলে খুব দ্রুত জাতীয় পরিচয়পত্র পাবেন।

Talk Doctor Online in Bissoy App