শেয়ার করুন বন্ধুর সাথে
Mijanur91

Call

কয়েকভাবে কাজটি করা যায়।  

১. যে ফাইগুলো পেনড্রাইভ এ নিবেন সেই গুলা আগে সিলেক্ট করতে হবে।  সিলেক্ট করতে একটি ফাইল হলে একবার ই ক্লিক করে clt+ c দিয়ে পেনড্রাইভ এ গিয়ে clt +v চাপলেই হবে।
২.যে ফাইগুলো পেনড্রাইভ এ নিবেন সেই গুলা আগে সিলেক্ট করতে হবে তারপর রাইট মাউস ক্লিক করে  send to এ গিয় পেনড্রাইভ টি সিলেক্ট করতে হবে।  সব নিচেরটা সাধারন পেনড্রাইভ হয়।
৩. যে ফাইগুলো পেনড্রাইভ এ নিবেন সেই গুলা আগে সিলেক্ট করতে হবে সিলেক্ট অবস্থায় পেনড্রাইভটি ওপেন করে আগের সিলেক্ট করা ফাইল গুলা লেফট মাউস চেপে ধরে পেনড্রাইভ এর উপর ছেড়ে দিলেও হবে। 
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ