শেয়ার করুন বন্ধুর সাথে
Call

হুদায়বিয়ার সন্ধি শর্তানুযায়ী হযরত মুহাম্মাদ (সঃ) ৬২৯ খ্রিষ্টাব্দের মার্চ মাসে ৭ম হিজরীর জিলকদ মাসে ২০০০ সাহাবী নিয়ে কাযা ওমরাহ পালনের জন্য মক্কায় যাত্রা করেন এবং তিনদিন অবস্থানের পর মদিনায় প্রত্যাবর্তন করেন। মুইরের বর্ণনায়, মক্করা উপত্যকায় সংঘটিত ওমরাহ পালন একটি অভূতপূর্ব দৃশ্য। মক্কার উচ্চ ও নীচ সকল নাগরিক স্ব স্ব বাসস্থান ত্যাগ করে তিনদিনের জন্য প্রাচীন শহরের বাইরে চলে যায়। অন্যদিকে মুহাজিরগণ বহুদিন পর জন্মভূমিতে আসেন। অতঃপর, রাসূল (সঃ) শৈশবের বেলাভূমি পরিদর্শন করলেন এবং নির্ধারিত স্থানে কাযা ওমরাহ পালন করলেন। এটিই রাসূল (সঃ)-এর জীবনে মুলতবী ওমরাহ বলে পরিচিত।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ