মাইকেল মধুসূদন দও -এর রচিত আত্ন বিলাপ কবিতাটির মুলভাব কি?
শেয়ার করুন বন্ধুর সাথে

আত্মবিলাপ করেছেন ইংরাজি ভাষায় সাহিত্য চর্চা করতে যাবার তার ভুল প্রচেষ্টার বিষয়ে l শুধু ঐ বিষয়টি পরিষ্কার করতেই তিনি কিছু কবিতা-সনেট লিখেছেন l বর্তমান "আত্মবিলাপ"" কবিতাটি সেই শ্রেণীভুক্ত l  মধুকবি দুঃখ করে বলছেন, আশার ছলনায় ভুলে ইংরাজি ভাষায় সাহিত্য রচনা করতে যাওয়াটা তাঁর ভুল হয়েছিল l এ ভুলের সংশোধন করা বা সেই ক্ষতি পূরণ করা তাঁর পক্ষে সম্ভব নয়, হারানো সময় তিনি ফিরিয়ে আনতে পারবেন না l ঐ ভুলের মাশুল যোগাতে তিনি দিন দিন আয়ুহীন ও হীনবল হয়েছেন l তবু খুব সহজে তাঁর ঐ নেশা কাটে নি l এই মোহ ত্যাগ করে সত্বর তিনি, তাঁর সেরা সময় থাকতে থাকতে, বাংলা ভাষায় সাহিত্য চর্চা করতে আগ্রহী l সেইভাবে তিনি নিজের মনকে প্রস্তুত করেন l অলীক স্বপ্নের সুখ ক্ষণস্থায়ী l মোহ কেটে গেলেই দুঃখের শুরু l বিদেশ বিভুঁইয়ে খ্যাতির আশা মরিচীকার মতো, ছলনা l অর্থ আসে নি, যশ আসে নি l আর্থনৈতিক কষ্টে ক্ষতবিক্ষত হয়েছেন l পদ্মফুল তুলতে গিয়ে বিষধরের দংশন পেয়েছেন l যশের লোভে নিজের আয়ু ক্ষয় করেছেন l অনাহার, অনিদ্রার কষ্ট ভোগ করেছেন l মুক্তার লোভে ধীবর গভীর জলে ডুব দেয় l সাধক স্রষ্টাদের মূল্যবান জীবন, তাদের অমূল্য সময় অনেক অনেক মুক্তার চেয়েও দামী l মরীচিকার পেছনে ছুটে এই মুক্তাসম জীবনের সময়কে নষ্ট করা বোকামী l তাই যে বোকামীটা কবি করে ফেলেছেন, তার জন্য এখন নিজেকে ভর্ত্সনা করছেন আত্মবিলাপের মাধ্যমে l

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ