সিজার এর পর ৯০ দিন পর থেকে যৌন মিলন করা উত্তম। স্বাভাবিক ভাবে বাচ্চা হওয়ার পর বা নরমাল ডেলিভারী  এর পর ৪০ দিন লাগে জরায়ু সুস্থ হতে । তাই ৪০ দিন পর থেকে মিলন করা যায়। সিজার এর পর ও একই সিস্টেম তাই ৪০ দিন পরথেকে মিলন করা যাবে,,,,,,,,,, কিন্তু    এখানে যে বিষয় গুলা  আসে তা হলো,,,


১. পেটের কাটা স্থানের অবস্থা

২. শাররিক কন্ডিশন

৩. মানষিক কন্ডিশন

৪. যৌন মিলন এর সময় পেটে চাপ আঘাত

৫. পুনরায় কন্সিভ


ইত্যাদি বিষয় আসে তাই ৯০ দিন অপেক্ষা করে যৌন মিলন করা উত্তম।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
সময়

Call

সিজারের পর দেড় মাস অপেক্ষা করতে হবে যৌন মিলন করার জন্য। তবে তখনো খুব সাবধানতা অবলম্বন করতে হবে প্রথম কিছু দিন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

সিজারের পর অন্তত ৪০ দিন পযর্ন্ত স্ত্রী সহবাস করা ঠিক নয়। এতে স্ত্রীর ক্ষতি হওয়ার আশংকা থাকে। বিশেষকরে জরায়ু সংক্রান্ত জটিলতা সৃষ্টি হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Porimolray

Call

এখানে চিকিৎসা বিজ্ঞান মতে নরমালে বাচ্চা হলে ৪০দিন পর থেকে মাসিকচক্র শুরু হয় ফলে সেই সময় থেকে সহবাস করা যায়।তবে সিজার এর ক্ষেত্রে আরও একটু বেশি সময় নিতে হবে। এখানে দেখতে হবে পেটের ঘা শুকিয়েছে কিনা,মাসিকচক্র ,মানসিকভাবে,শারীরিক ভাবে আপনি প্রস্তুত কিনা।তারপর যদি সকল কিছু পারফেক্ট হয় তবে সেক্স করা যথার্থ হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ