শেয়ার করুন বন্ধুর সাথে
Call

প্রধান প্রধান নদীর সাথে যেসব উপনদী এসে মিলিত হয় এবং সেসব শাখা নদী নির্গত হয় তারা একত্রে একটি নদী গোষ্ঠি সৃষ্টি করে যা নদী অববাহিকা নামে পরিচিত।নদী অববাহিকাঃ: কোন এলাকার বৃষ্টিপাত জনিত পানি যে নদ-নদী পথে প্রবাহিত হয় সেই এলাকাকে ঐ নদ-নদীর অববাহিকা বলা হয়। যে এলাকার বৃষ্টির পানি মেঘনা নদী পথে প্রবাহিত হয় সেই এলাকাকে মেঘনা অববাহিকা এলাকা বলে। গঙ্গা, ব্রহ্মপুত্র এবং মেঘনা নদীর অববাহিকা এলাকার পরিমাণ যথাক্রমে প্রায় ৯০৭,০০০ বর্গ- কিমি, ৫৮৩,০০০ বর্গ- কিমি এবং ৬৫,০০০ বর্গ-কিমি। এই অববাহিকা এলাকাগুলির মাত্র প্রায় ৮ শতাংশ বাংলাদেশে অবস্থিত, বাকী অংশ চীন, ভারত, নেপাল ও ভুটানে বিস্তৃত। দক্ষিণ-পূর্বে অবস্থিত কয়েকটি নদীর আংশিক অববাহিকা এলাকা মায়ানমারে বিস্তৃত। কাজেই বাংলাদেশের ভেতর দিয়ে চীন, ভারত, নেপাল, ভুটান ও মায়ানমারের পানি প্রবাহিত হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ