শেয়ার করুন বন্ধুর সাথে
Call

বায়ুমন্ডল হলো পৃথিবীরচারপাশ থেকে ঘিরে থাকা বিভিন্ন গ্যাসেরমিশ্রিত স্তর যা মধ্যকর্ষণের মাধ্যমে পৃথিবীধরে রাখে। বায়ুমণ্ডলের গভীরতা প্রায়১০০০০কিলোমিটার।অধ্যাপক রফিক আহমেদ তাঁর জলবায়ু বিঙ্গানে বলেন, পৃথিবীকে বেষ্টন করে যে বায়বীয় পদার্থের আবরণ রয়েছে তাকে বায়ুমন্ডল বলে। বায়ুমন্ডলের ৯৭% পদার্থ ভূপৃষ্ঠ হতে ২৯ কি.মি. এর মধ্যে অবস্হিত।উপসংহারঃ প ব যা যে, বায়ুমন্ডল কয়েকটি স্তরে বিস্তৃত। বায়ুভন্ডলের উপাদানগুলোর অনুপাত সমান নয়। ঋতু ও অঞ্চলভেদে কমবেশি তারতম্য হয়ে থাকে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ